/anm-bengali/media/media_files/7F2RefIcoPpu3O6fUib9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গে এবার কিছু বলতে চাইলেন না হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে। মোদীর মার্কিন সফরের কথা রয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এই সফর নিয়ে আমার আর কিছু বলার নেই। আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীর আসন্ন সফর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে গভীর এবং ঘনিষ্ঠ অংশীদারিত্বকে নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আমাদের দুই দেশকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন। একটি মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ইন্দো-প্যাসিফিকের প্রতি অঙ্গীকার এবং প্রতিরক্ষা সহ আমাদের কৌশলগত প্রযুক্তি অংশীদারিত্বকে উন্নত করার জন্য আমাদের যৌথ সংকল্প নিয়ে আলোচনা করা হবে। তাই এই সফরে অবশ্যই শক্তি এবং স্থান সম্পর্কে কথা বলা হবে। কিন্তু আমি বিস্তারিত কি হবে সেই বিষয়ে বলতে চাইছি না। আমরা ২২ শে জুন দিনটির কাছাকাছি চলে আসছি। আমাদের দুই দেশের মধ্যে অবশ্যই আরও কিছু ভাগ করে নেওয়ার আছে"। তবে এই বিষয়ে আর কিছু বলতে চাননি কারিন জিন পিয়েরে।
#WATCH | I don't have anything more to say this time about the visit. We believe the upcoming visit will affirm the deep and close partnership between the United States and India. The PM and the President will discuss ways to strengthen our two countries, shared commitment to a… pic.twitter.com/8eZzNSDZ3R
— ANI (@ANI) June 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us