New Update
/anm-bengali/media/media_files/mYooesNK63Iz1rNdDQhT.jpg)
নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার গ্রেফতারের ফলে পাকিস্তান জুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। দিকে দিকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান খানের সমর্থকরা। ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ব্যক্তিগত বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করছে পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই রকম একাধিক ভিডিও। যার মধ্যে একটিতে গোলাবর্ষণের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। ভিডিওয় নিরীহ মানুষের ওপর হামলা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। দেখুন সেই ভিডিও-
Open Firing on Innocent Civilians protesting against Former Prime Minister Imran Khan’s illegal detention by Pakistan Rangers ! pic.twitter.com/dmGwgdCwYc
— MNA (@Engr_Naveed111) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us