New Update
/anm-bengali/media/media_files/GNcRoh3k4dGOW8Ep48r2.jpeg)
নিজস্ব সংবাদদাতা: হন্ডুরাসের একটি মহিলা কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। হন্ডুরাসের প্রসিকিউটরের কার্যালয় বুধবার এই বিষয়ে জানিয়েছে। ইতিমধ্যেই বেশকিছু মৃতদেহ শোকাহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যাচ্ছে৷ মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) উত্তরে একটি কারাগারে সহিংসতার ঘটনা ঘটে। জানা যাচ্ছে, একটি গ্যাংয়ের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্রুপের মহিলাদের মধ্যে ওপর ভারী ক্যালিবার অস্ত্র দিয়ে গুলি চালায় এবং জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়। কারাগারের সেই অংশটি আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
#BREAKING Death toll from Honduras women's prison gang violence rises to 46: prosecutor's office pic.twitter.com/6CyUQI4jEl
— AFP News Agency (@AFP) June 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us