New Update
/anm-bengali/media/media_files/W9OIE0tS3iAH6cwlOPqZ.webp)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের (Ukraine) ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া (Russia)। এবার জানা যাচ্ছে, ইউক্রেনের জাপোরিঝজিয়ায় (Zaporizhzhia) হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো এই হামলার বিষয়ে জানিয়েছেন। গতকাল এই অঞ্চলের ২১ টি জনবহুল এলাকায় ৯৫ টি হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা। জাপোরিঝজিয়ার কোমিশুভাসে (Komyshuvas) একটি ইউটিলিটি কোম্পানিকেও লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়। কাছাকাছি আবাসিক ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us