New Update
/anm-bengali/media/media_files/zwk8eXlKa6d3jC6vk4D5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে ভানুয়াতুতে। ভানুয়াতুর শেফার পোর্ট-ভিলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০ ম্যাগনিটিউড। ভারতীয় সময় শুক্রবার ২৫ আগস্ট ভোররাত ১ টা বেজে ৩৮ মিনিটে (স্থানীয় সময় ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টা বেজে ৮ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
5.0 magnitude #earthquake. 43 km from Port-Vila, Shefa, #Vanuatuhttps://t.co/Tnkn1JZscO
— Earthquake Alerts (@QuakesToday) August 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us