BREAKING: যেমনকে তেমন ! এবার আমেরিকার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাতে চলেছে ব্রাজিল

কি ঘোষণা করলো ব্রাজিল ?

author-image
Debjit Biswas
New Update
8zDmq41M

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ব্রাজিলের সমস্ত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পাল্টা হুমকি দিয়ে ঘোষণা করলেন যে শীঘ্রই ব্রাজিলও সমস্ত আমেরিকান পণ্যের উপর ৫০% শুল্ক বসাতে চলেছে। এই বিষয়ে লুলা ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে বলেন, “ওরা যদি আমাদের উপর ৫০ শতাংশ শুল্ক বসায়, আমরাও ওদের উপর ৫০ শতাংশ শুল্ক বসাব।” তিনি আরও জানান, ''ব্রাজিল এই বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কাছে তুলে ধরবে এবং আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত দাবি করবে। এছাড়াও, যুক্তরাষ্ট্র সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইবে।'' এরপর তিনি বলেন,''প্রথমে আমরা আলোচনার চেষ্টা করব। যদি আলোচনায় সমাধান না হয়, তাহলে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হবে।"

brazil president