New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের ৪ টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে ইউক্রেনের ডোনেটস্ক, খেরসন, খারকিভ এবং পোলতাভা অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। হামলা আটকাতে ইউক্রেনীয় বাহিনী সতর্ক রয়েছে।
⚡️Donetsk, Kherson, Kharkiv and Poltava regions - air raid alert - RMA.
— FLASH (@Flash_news_ua) June 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us