হামাস নেতৃত্বকে নিশানা করল ইসরায়েল, কাতারে বড়সড় হামলা

দোহায় পর পর বিস্ফোরণ। হামাস নেতার বিরুদ্ধে ইজরায়েলের হামলা।

author-image
Tamalika Chakraborty
New Update
Blast

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এই হামলা চালিয়েছে ইসরায়েল, আর লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব।

ইসরায়েলি সেনা বাহিনী IDF জানিয়েছে, তারা একটি “সুনির্দিষ্ট বিমান হামলা” চালিয়েছে, তবে সরাসরি কোথায় তা হয়েছে তা উল্লেখ করেনি। বহু বছর ধরে হামাসের কয়েকজন নেতা গাজা ছেড়ে দোহাকেই বিকল্প সদর দফতর হিসেবে ব্যবহার করে আসছিলেন।

blast

ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, এই হামলা আসলে হামাস নেতৃত্বকে হত্যা করার চেষ্টা। হামলার মধ্যে নিহত হয়েছেন হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া।

আইডিএফ-এর দাবি, নিহত হামাস নেতারা সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের মূল পরিকল্পনাকারী। তারা সরাসরি অক্টোবর ৭ তারিখের গণহত্যার জন্য দায়ী, এবং বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধও তারাই “পরিচালনা ও সংগঠিত” করছিলেন।