BREAKING: পাকিস্তানে ব্যাপক হামলা চালালো বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLA) ! সিনিয়র অফিসারসহ নিহত বহু পাকিস্তানী সেনা

পাকিস্তানে রক্তক্ষয়ী হামলা চালালো বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA)।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গত ১৫ ও ১৬ই জুলাই বেলুচিস্তানের কালাত, ঝাউ ও কোয়েটায় পাকিস্তানী সেনাবাহিনীর কনভয়ের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA) নামের দুই নিষিদ্ধ সংগঠন। এই হামলার জেরে একজন সিনিয়র অফিসারসহ, নিহত হয়েছেন বহু পাকিস্তানী সেনা। বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA)-এর দাবি অনুযায়ী গত ১৫ই জুলাই, কোয়েটা-করাচি হাইওয়ের খাজিনাই এলাকায় সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে একটি রিমোট-চালিত আইইডি (IED) বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৪ জন সেনা নিহত হন ও ২ জন আহত হন। আবার ১৬ই জুলাই, ঝাউ জেলার গুজরো কউর এলাকায় একটি হামলা চালিয়ে ৬ সেনাসহ,মেজর সৈয়দ রাব নওয়াজ তারিককে, খুন করা হয়। এরপর সেখানকার বাকি সেনা সদস্যদের দিকে স্নাইপার হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য কর হয়।

pakistan terrorist camp

বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF)-এর দাবি অনুযায়ী,গত ১৬ই জুলাই, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF)-র “ফতে স্কোয়াড” কালাতের নিমরাগ ক্রসে একটি মিলিটারি বাসে হামলা চালায়, যা করাচি থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এই হামলায় ২৭ জন পাকিস্তানী সেনা নিহত হন।