নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কুচা ও কালাত অঞ্চলে ভয়াবহ হামলায় পাকিস্তান সেনাবাহিনীর একটি বাস লক্ষ্য করে চালানো হয় বিস্ফোরণ। এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA)। তাদের দাবি অনুযায়ী, ভয়াবহ এই হামলায় ২৯ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।
সূত্র জানায়, একটি সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ২৭ জন সেনা নিহত হন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন আহত সেনার মৃত্যু হয়। হামলার ভয়াবহতায় পুরো এলাকা কেঁপে ওঠে।
BLA এক বিবৃতিতে জানায়, তারা আগেই স্থানীয়দের সতর্ক করেছিল যেন পাকিস্তানি সেনাদের কাছাকাছি না থাকে। তারা স্পষ্টভাবে বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তানে দমন-পীড়নের হাতিয়ার, তাই তাদের বিরুদ্ধে এই ধরনের প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, হামলার সময় বাসটিতে কিছু শিল্পীও (artists) ভ্রমণ করছিলেন বলে জানা গেছে, তবে তাদের বিষয়ে বিস্তারিত এখনও স্পষ্ট নয়। ঘটনার পরে পাওয়া ভিডিও ও চিত্রগুলোতে বিস্ফোরণের তীব্রতা ও ধ্বংসযজ্ঞের ভয়াল চিত্র ফুটে উঠেছে। সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলেছে এবং তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us