সংসদে ‘বন্দে মাতরম্’ আলোচনার প্রসঙ্গ, অপেক্ষায় বিজেপি সাংসদ অর্জুন ধর্মাপুরি

অর্জুন ধর্মাপুরি কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-07 2.45.18 PM


নিজস্ব সংবাদদাতা: সংসদে ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মাপুরি। তিনি বলেন, “আমরা সেই আলোচনার অপেক্ষায় আছি এবং সুযোগ পেলে আমিও বক্তব্য রাখতে চাই।”

ধর্মাপুরির মন্তব্যে জানা যায়, জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক আবেগকে ঘিরে যে আলোচনা হতে চলেছে, তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। ‘বন্দে মাতরম্’ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেরণার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে স্মরণীয়—এমন প্রেক্ষাপটে সংসদের আলোচনার দিক নির্দেশনার দিকে নজর দেশজুড়ে।