/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার পরপর ড্রোন হামলা হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। রাশিয়ার রাজধানীর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, হামলার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মস্কোর বেশ কয়েকটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। যার ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মেয়র এক বিবৃতিতে জানিয়েছেন, শহরের সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে। রাশিয়ান বাহিনী সতর্ক রয়েছে। মঙ্গলবার প্রায় ১০ টি ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে রাশিয়ান বাহিনী। ড্রোন হামলার ফলে মস্কোর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। উল্লেখ্য, ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইতিপূর্বেই ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে ইউক্রেনে একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে।
Drones hit several buildings in Moscow causing "minor" damage and no serious injuries, the mayor of the Russian capital said. "All emergency services of the city are at the scene of incidents," Mayor Sergei Sobyanin said in a statement. Several of Russia's Telegram messaging…
— ANI (@ANI) May 30, 2023
Moscow under drone attack 🍿 pic.twitter.com/oI7IBdES6e
— Eva K.🇨🇿🫶🏼🇺🇦🫶🏼🇪🇺 (@EvaTrmx86qc7r) May 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us