New Update
/anm-bengali/media/media_files/pXf7v5KQnX7w74XG2xr4.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের একাধিক অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার ইউক্রেনের হয়ে বার্তা দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের সাহায্যার্থে পশ্চিমা দেশগুলিকে আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনকে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য গ্যারান্টি দিয়েছেন তিনি। উল্লেখ্য, ইতিপূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনের প্রতি সামরিক সাহায্য ঘোষণা করা হয়েছে। নতুন করে ইউক্রেনকে ৩০০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে আমেরিকা।
French President Emmanuel Macron calls on the West to offer Ukraine "tangible and credible" security guarantees as it battles Russia's invasion: AFP
— ANI (@ANI) May 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us