এই মুহূর্তের বিশাল খবর: আবার মর্মান্তিক খেলায় পুতিন!

জাপোরিঝিয়ায় হামলা চালিয়েছে রাশিয়ান। 

author-image
Aniket
New Update
vladimir-putin-evil_62172af44d9da

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর ক্রমাগত মর্মান্তিক আক্রমণ চালিয়ে যাচ্ছে পুতিনের বাহিনী। মঙ্গলবার ফের ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী। জাপোরিঝিয়া অঞ্চলের ২১ টি জনবহুল এলাকায় গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। ১১৭ টি শেল নিক্ষেপ করা হয়েছে। বাড়িঘর, আউটবিল্ডিং এবং অবকাঠামো ধ্বংসের 29 টি তথ্য পাওয়া গিয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো এই হামলার বিষয়ে জানিয়েছেন।