New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবার জানিয়েছে, ইসরায়েল উপকূলীয় ছিটমহলে বোমাবর্ষণ শুরু করার পর থেকে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গাজায় ৩,৭৮৫ জন এখনও পর্যন্ত নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে। ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে প্রায় ১,৫২৪ জন শিশু এবং ১০০০ জন নারী রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। হামলায় আরও ১২,৪৯৩ জন আহত হয়েছে।
#BREAKING Gaza war death toll rises to 3,785: Hamas-controlled health ministry pic.twitter.com/ADWAcnTqIb
— AFP News Agency (@AFP) October 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us