New Update
/anm-bengali/media/media_files/DTnJvBbDfRlIVHz4aPZi.jpg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার বক্সবার্গের গাউতেংয়ের কাছে অ্যাঞ্জেলো বসতিতে বিষাক্ত গ্যাস নিঃসরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, এই অঞ্চলের অবৈধ খনিগুলি থেকে নাইট্রেট গ্যাস লিক হয়ে এই মৃত্যু মিছিল তৈরি করেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনায় আরও মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবৈধ খনিগুলি বন্ধের জন্য অভিযান শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।
#BREAKING 24 dead in gas leak at https://t.co/Ub898ACsRR informal settlement: emergency services pic.twitter.com/uxb4YiG3L7
— AFP News Agency (@AFP) July 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us