New Update
/anm-bengali/media/media_files/8r82mbNnbcHyojyQkB8K.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনীর হামলার ফলে ইউক্রেন জুড়ে কার্যত মৃত্যু মিছিল চলছে। বর্তমানে ইউক্রেনের খারকিভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/s5NVyddFpLEhkaQxGHK8.jpg)
যার ফলে খারকিভ অঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খারকিভ অঞ্চলের বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয় ছেড়ে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে না বলা হয়েছে। যেকোনো মুহূর্তে হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।
⚡️Kharkiv region - air raid alert, –– Regional Military Administration.
Follow to the nearest shelter immediately.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us