New Update
/anm-bengali/media/media_files/DUP8yKFfA3UAVbM7lTd1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে পূর্বেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য উৎসাহ প্রকাশ করলেন মার্কিন কংগ্রেসের নেতা রিচ ম্যাককরমিক। তিনি বলেছেন, "আমি এই মানুষটির সঙ্গে সাক্ষাৎ করার জন্য উৎসুক"। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
#WATCH | "I am excited to meet the man," says Congressman Rich McCormick as PM Modi is scheduled to address a joint sitting of the US Congress today. pic.twitter.com/lo7LQrD9NM
— ANI (@ANI) June 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us