বালোচিস্তান হাতছাড়া! বালোচ যোদ্ধাদের হাতে সেনা, পুলিশ, হাইওয়ে

বালোচ নেতারা দাবি করেছেন, কোয়েটা ও তার আশেপাশের একাধিক পুলিশ স্টেশন ও চৌকি তাঁদের দখলে।

author-image
Tamalika Chakraborty
New Update
balochistan libaretion army

নিজস্ব সংবাদদাতা: বালোচ যোদ্ধারা ফের বড়সড় হামলার দাবি করল পাকিস্তান সেনার উপর। বালোচ লিবারেশন আর্মি (BLA) জানিয়েছে, কোয়েটা ও তার আশেপাশের মুস্তুং এলাকায় একাধিক পুলিশ স্টেশন ও চৌকি দখল করেছে তারা। এই হামলায় পাকিস্তান সেনার কমপক্ষে দু’জন সদস্য নিহত হয়েছে বলে দাবি।

বলা হচ্ছে, বেশ কয়েক ঘণ্টা ধরে কোয়েটা-করাচি প্রধান সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ওই অঞ্চলে স্বাভাবিক চলাফেরা একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছে।

balochistanattack

এই ঘটনার প্রেক্ষাপটে সম্প্রতি পাকিস্তানের প্রবীণ রাজনৈতিক নেতা মৌলানা ফজলুর রহমানের একটি মন্তব্য আবার সামনে এসেছে। তিনি বলেন, বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার বহু অঞ্চলই আর পাকিস্তানের প্রশাসন বা সেনার নিয়ন্ত্রণে নেই।

BLA-র এই দখলদারির দাবি এবং প্রভাব স্পষ্টতই পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।