/anm-bengali/media/media_files/zQ15rfK9Jjs9pzyKVkQV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গেরশকোভিচের আটকের মেয়াদ বাড়ানোর রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্তে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মার্চে রাশিয়ায় গ্রেপ্তার হওয়া গেরশকোভিচকে মঙ্গলবার মস্কোতে ৩০ আগস্ট পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পিয়েরে বলেন, গেরশকোভিচ এবং মার্কিন নাগরিক পল হুইলানকে অবিলম্বে রাশিয়ার আটক থেকে মুক্তি দেওয়া উচিত।