সব জানিয়ে দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, জীবনের চূড়ান্ত লক্ষ্য ধ্বংস এবং বিলুপ্তি দেখা

যুদ্ধ নিয়ে বার্তা দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।

author-image
Aniket
20 Nov 2023
New Update
Benjamin Netanyahu

নিজস্ব সংবাদদাতা: ৭ অক্টোবর ইসরায়েলের ওপর আচমকাই প্রাণঘাতী হামলা চালিয়েছে হামাস বাহিনী। তারপর থেকেই প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নিতে মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার হামাস দের বিষয়ে সব জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাসদের জীবনের চূড়ান্ত লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস এবং বিলুপ্তি দেখা। তিনি বলেছেন, "রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ একেবারেই বানোয়াট কিছু বলেছে। এটি অস্বীকার করেছে যে গাজার কাছে প্রকৃতি ক্ষেত্রে প্রথম হামাসই এই ভয়াবহ গণহত্যা চালিয়েছে। তারা আসলে ইসরায়েলকে সেই গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছে। এটি সত্যের সম্পূর্ণ বিপরীত। আবু মাজেন, যিনি অতীতে হলোকাস্টের অস্তিত্ব অস্বীকার করেছেন, আজ হামাসের গণহত্যার অস্তিত্ব অস্বীকার করছেন এবং এটি অগ্রহণযোগ্য। আমার লক্ষ্য হল যেদিন আমরা হামাসকে ধ্বংস করব, সেদিন থেকে গাজার ভবিষ্যত বেসামরিক প্রশাসন গণহত্যাকে অস্বীকার করবে না, সেখানকার মানুষরা তাদের সন্তানদের সন্ত্রাসী হওয়ার জন্য শিক্ষিত করবে না, সন্ত্রাসীদের জন্য অর্থ প্রদান করে না এবং তাদের সন্তানদের বলবে না যে তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস এবং বিলুপ্তি দেখা। এটি গ্রহণযোগ্য নয় এবং এটি শান্তি অর্জনের উপায় নয়"।

 

অ অ অ  অ অ অ অ অ অ অ  অ অ অ অ অ  অ অ অ  অ অ অ  অ অ অ অ অ অ  অ অ  অ অ অ  অ  অ অ  অ অ অ  অ অ  অ অ  অ অ  অ অ  অ

 

অ অ অ অ অ অ অ অ আ অ অ অ  অ অ অ অ অ অ অ অ অ অ অ অ অ অ  অ অ অ অ অ  অ অ  অ অ অ  অ অ  অ  অ অ  অ অ অ  অ অ অ  অ 

 

hiring 2.jpeg