নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের নির্যাতিতা তরুণী বিচার পেল ভারতে। বিএসএফ, পুলিশ ও সিআইডির সক্রিয়তায় ধরা পড়ল তিন পাচারকারী। সাজাস্বরুপ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। সূত্রের খবর, বাংলাদেশী মেয়েটির স্বপ্ন ছিল তিনি জনপ্রিয় রিয়েলিটি শোতে নাচ করবেন। আর তার স্বপ্নকে পাথেয় করেই যোগাযোগ শুরু করে এপার বাংলায়। আর তার জেরেই তিনি খপ্পরে পড়েন পাচারকারীদের।
জানা যাচ্ছে, শোয়ের ম্যানেজার পরিচয় দিয়ে ও পাচারকারীরা বাংলাদেশ থেকে তরুণীকে ভারতে নিয়ে আসার চেষ্টা করে। যেখানে উদ্দেশ্য ছিল, যৌনপল্লীতে মেয়েটিকে বিক্রি করে দেওয়ার। তবে বিএসএফের সক্রিয়তায় রানাঘাট পুলিশ জেলার (Ranaghat Police District) ধানতলা থানা (Dhantala PS) এলাকায় সীমান্তে উদ্ধার মোড় হয় ওই কিশোরীকে।
ধানতলা থানা থেকে পরে এই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। ঘটনায় রানাঘাটের ফাস্ট ট্র্যাক আদালত শাস্তি দিক তিনজনকে। আদালত ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। ধৃত তিনজন হল, জসীম উদ্দিন, বকুল মণ্ডল, পুজা সরকার। ঘটনার তদন্ত করেছেন সিআইডির ইন্সপেক্টর অঞ্জনা ভৌমিক রায়।