বাংলাদেশ: এবার শিক্ষা ব্যবস্থাতেও ধর্মান্ধদের কোপ, ইসলামপন্থীরা হিন্দু শিক্ষক ও অধ্যাপকদের পদত্যাগ করতে বাধ্য করছে বলে অভিযোগ

এবার শিক্ষা ব্যবস্থাতেও ধর্মান্ধদের কোপ।

author-image
Aniket
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে এবার শিক্ষা ব্যবস্থাতেও ধর্মান্ধদের কোপ। ঢাকায় ইসলামপন্থীরা হিন্দু শিক্ষক ও অধ্যাপকদের পদত্যাগ করতে বাধ্য করছে অভিযোগ। তথ্য প্রমাণ দিয়ে জানানো হয়েছে, ইসলামপন্থীরা অধ্যাপক ডঃ সুভময় দত্তকে পদত্যাগ করতে বাধ্য করেছে। প্রফেসর সুভময় দত্ত ছিলেন ‘প্রিমেশিয়া ইউনিভার্সিটির’ প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) এবং ভাইস চ্যান্সেলর (আরডি)।