বাংলাদেশে এবার আর বলা যাবেনা এই কথা, বদলে গেল হাসিনার তৈরি নিয়ম

এক মাসের মধ্যে তারা নিজেদের সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yunus dfg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে মহিলা সরকারি আধিকারিকদের ‘স্যর’ বলে সম্বোধনের নিয়ম বাতিল করে দিল অন্তর্বর্তী ইউনূস সরকার। শেখ হাসিনা আমলে চালু হওয়া এই নিয়ম নারী-পুরুষ সমান সম্মানের বার্তা দিত বলে দাবি করা হত। কিন্তু বৃহস্পতিবার ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নিয়ম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “শেখ হাসিনার প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময়ে এমন এক অস্বাভাবিক সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মহিলা কর্মকর্তাদেরও 'স্যর' বলতে হত। এই নিয়ম অত্যন্ত বেমানান ছিল। তাই উপদেষ্টা পরিষদ তা বাতিল করেছে"।

তবে এখানেই শেষ নয়। শেখ হাসিনার আমলে জারি হওয়া আরও একাধিক সরকারি প্রোটোকল ও নির্দেশিকাও খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করেছে ইউনূস সরকার। আগামী এক মাসের মধ্যে তারা নিজেদের সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে।

WhatsApp Image 2025-07-10 at 17.41.40

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি নিছক নিয়ম পরিবর্তনের বিষয় নয়, বরং শেখ হাসিনার প্রশাসনিক ও আদর্শিক ছায়া বাংলাদেশ থেকে মুছে ফেলার একটি গভীর রাজনৈতিক প্রয়াস। তবে এই বিষয়ে কর্ণপাত করছে না ইউনূস সরকার।