ব্যাঙ্ককে রক্তঝরা দুপুর! বাজারে গুলিবৃষ্টি, মৃত অন্তত ৬— আতঙ্কে কাঁপল থাইল্যান্ড

ব্যাঙ্ককের একটি বাজারে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bangkok

নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের  ব্যস্ত এক বাজারে সোমবার আচমকাই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। গুলি চালিয়ে অন্তত ছয়জনকে হত্যা করল এক বন্দুকবাজ, এরপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করল সে। এই রক্তাক্ত ঘটনার জেরে থাইল্যান্ড জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও শোকের ছায়া।

থাই পুলিশের বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন বাজার চত্বরে নিযুক্ত নিরাপত্তারক্ষী। আততায়ীর পরিচয় এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও, পুলিশ জানায়, মৃত বন্দুকধারীর নাম চারিন গোপাত্তা। মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, আততায়ী ঠিক কী কারণে এই হামলা চালাল, তা এখনও অস্পষ্ট। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং হামলাকারীর উদ্দেশ্য বোঝার চেষ্টা চলছে।

gun

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে হঠাৎই বাজার চত্বর গুলির আওয়াজে কেঁপে ওঠে। আততায়ী একের পর এক নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। আতঙ্কে ছুটে পালাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে এ ধরনের বন্দুকবাজ হামলার ঘটনা বাড়ছে, যা প্রশাসনের জন্য বড়সড় সতর্ক সংকেত হয়ে উঠছে। আজকের এই মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও গোটা জাতি শোকস্তব্ধ।

থাই পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং আততায়ী কীভাবে অস্ত্র সংগ্রহ করল বা কোনও ষড়যন্ত্র ছিল কি না— তা খতিয়ে দেখা হচ্ছে। থাইল্যান্ডে এই ধরনের সহিংস ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।