নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ বিদ্রোহের সূচনা করল স্বাধীনতাকামী বালোচ লিবারেশন ফ্রন্ট (BLF)। ‘অপারেশন বাম’ নামে এক ভয়াবহ সশস্ত্র অভিযানে একযোগে আক্রমণ নামিয়েছে এই সংগঠন। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে বালোচিস্তানের অন্তত চারটি জেলায় মোট ১৭টি পৃথক হামলা চালানো হয়। লক্ষ্য ছিল পাকিস্তানের সামরিক ঘাঁটি, পুলিশ চৌকি, প্রশাসনিক ভবন এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিকাঠামো। তবে পাকিস্তান সরকার এখনও পর্যন্ত এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি।
অভিযান চালানোর পর BLF এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন বাম’-এর মূল উদ্দেশ্য পাকিস্তান সেনাবাহিনীর শক্তি ও মনোবলকে আঘাত করা এবং প্রশাসনিক কাঠামোয় বড়সড় ধাক্কা দেওয়া। এই অভিযানের পরপরই গোটা বালোচিস্তানে নিরাপত্তা বাহিনীর বড়সড় মোতায়েন শুরু হয়েছে। সেনা ও আধাসেনার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে, কিন্তু হামলার মাত্রা ও বিস্তার এতটাই ব্যাপক যে পাকিস্তানের কড়া প্রতিরক্ষা ব্যবস্থাও কাবু হয়ে পড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/dHcY57LqWNRRjqdftrvK.jpg)
স্থানীয় অসংখ্য অসমর্থিত সূত্রের দাবি, কেছ ও পাঞ্জগুরের মতো এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরবাট শহরে গ্রেনেড বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এমনকি শুক্রবার সকালে আরও চাঞ্চল্য ছড়ায়, যখন জানা যায়, বালোচিস্তানের পার্বত্য অঞ্চলে একাধিক বাস থামিয়ে যাত্রীদের অপহরণ করে গুলি করে হত্যা করা হয়েছে। পরে উদ্ধার হয় একাধিক গুলিবিদ্ধ দেহ। যদিও এই নারকীয় হত্যাকাণ্ডের দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে সন্দেহের তির যাচ্ছে বালোচ বিদ্রোহীদের দিকেই।
প্রসঙ্গত, স্বাধীনতার দাবিতে বালোচদের আন্দোলন প্রায় দুই দশক ধরে চলেছে। চলতি বছরের মার্চ মাসেই জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে গোটা পাকিস্তানে তোলপাড় ফেলে দিয়েছিল বালোচ লিবারেশন আর্মি (BLA)। কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটির দখল নিয়ে বিদ্রোহীরা ২৮ জন পাক সেনা ও ২৬ জন পণবন্দিকে হত্যা করে। সেই হামলার রেশ না কাটতেই ফের ‘অপারেশন বাম’-এর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে কাঁপন ধরাল বালোচ বিদ্রোহীরা।
‘বাম’ শব্দের অর্থ নতুন ভোর। প্রশ্ন উঠছে, পাকিস্তানের দখল থেকে মুক্ত হয়ে কি এবার সত্যিই স্বাধীনতার নতুন সূর্যোদয়ের দিকে এগোচ্ছে বালোচিস্তান?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us