নিজস্ব সংবাদদাতা: বালোচ লিবারেশন আর্মি (BLA)-র সশস্ত্র জঙ্গিরা মঙ্গলবার পাকিস্তানের পার্বত্য অঞ্চলে একটি ট্রেনে হামলা চালিয়ে বহু যাত্রীকে পণবন্দি করেছে। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশে এই হামলা চালানো হয়।
BLA দাবি করেছে, তারা ২০ জন পাক সেনাকে হত্যা করেছে এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছে। গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১৮২ জনকে পণবন্দি করা হয়েছে। তবে অসামরিক যাত্রীদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ এবং বালুচ নাগরিকদের নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান প্রশাসনের তরফে এই হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় উচ্চ সতর্কতা জারি করেছে।
/anm-bengali/media/media_files/2025/03/11/nN3QRptCiyCFOuqY4TOt.webp)