নিজস্ব সংবাদদাতা : এবার ইরান-আমেরিকা পরমাণু চুক্তি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। গত বুধবার তিনি সাফ জানিয়ে দেন যে, ইরানের ইউরেনিয়াম ভান্ডারের সমৃদ্ধি বন্ধের যে দাবি আমেরিকা করেছে,তা ইরানের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এই বিষয়ে তিনি বলেন,''আমেরিকার প্রস্তাব আমাদের স্বার্থের বিরুদ্ধে। আমাদের পারমাণবিক কর্মসূচি থাকবে কি থাকবে না,সেই বিষয়ে কথা বলার কোনও অধিকার আমেরিকার নেই।” ইরানের প্রতিষ্ঠাতা আয়াতোল্লাহ রুহোল্লাহ খোমেইনির মৃত্যুবার্ষিকীতে এক টেলিভিশন ভাষণে খামেনেই বলেন, “আমেরিকার অহংকারী নেতৃত্ব বারবার দাবি করছে যে, আমাদের কোনও পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়। এটা পুরোপুরি এক অন্যায় দাবি।”
/anm-bengali/media/media_files/2025/05/24/5Pn6t5eh00OMHuKl9LXZ.jpg)
BREAKING: আমেরিকার প্রস্তাব আমাদের স্বার্থবিরোধী ! পরমাণু চুক্তি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন খামেনেই
দেখুন বড় খবর।
নিজস্ব সংবাদদাতা : এবার ইরান-আমেরিকা পরমাণু চুক্তি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। গত বুধবার তিনি সাফ জানিয়ে দেন যে, ইরানের ইউরেনিয়াম ভান্ডারের সমৃদ্ধি বন্ধের যে দাবি আমেরিকা করেছে,তা ইরানের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এই বিষয়ে তিনি বলেন,''আমেরিকার প্রস্তাব আমাদের স্বার্থের বিরুদ্ধে। আমাদের পারমাণবিক কর্মসূচি থাকবে কি থাকবে না,সেই বিষয়ে কথা বলার কোনও অধিকার আমেরিকার নেই।” ইরানের প্রতিষ্ঠাতা আয়াতোল্লাহ রুহোল্লাহ খোমেইনির মৃত্যুবার্ষিকীতে এক টেলিভিশন ভাষণে খামেনেই বলেন, “আমেরিকার অহংকারী নেতৃত্ব বারবার দাবি করছে যে, আমাদের কোনও পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়। এটা পুরোপুরি এক অন্যায় দাবি।”