জাপোরিঝিয়ায় হামলা, মৃত একাধিক

জাপোরিঝিয়ায় হামলা হয়েছে। একাধিক মানুষের মৃত্যু হয়েছে। 

author-image
Aniket
New Update
air alert

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এই পরিস্থিতিতে এবার জাপোরিঝিয়ায় রকেট হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। হামলার ফলে একজন ৩২ বছর বয়সী মহিলা এবং ৪৫ বছর বয়সী একজন পুরুষের মৃত্যু হয়েছে।

17 Killed, Dozens Wounded in Attack on Ukraine's Zaporizhzhia

এছাড়াও আহত হয়েছেন দুইজন মহিলা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জাপোরিঝিয়ার আরএমএ প্রধান ইউরি মালাশকো এই হামলার বিষয়ে জানিয়েছেন।