New Update
/anm-bengali/media/media_files/j5UsL4m4nshmmJihuLd4.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের মাইকোলাইভে ইতিপূর্বে একাধিকবার হামলা চালানো হয়েছে। এবার ফের একবার হামলা চালানো হয়েছে মাইকোলাইভে। মাইকোলাইভের বাড়িগুলিতে রকেট হামলা চালানো হয়েছে। হামলার ফলে ১ জনের মৃত্যুর বিষয়ে জানা যাচ্ছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫ জন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। একের পর এক হামলায় মাইকোলাইভে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। নতুন করে হামলা হওয়ার আশংকা করা হচ্ছে। মাইকোলাইভে জারি রয়েছে বিমান সতর্কতা। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
⚡️ A rocket attack on houses in Mykolaiv left 15 wounded and 1 dead. The head of the Mykolaiv Regional Military Administration Vitaliy Kim said.
— FLASH (@Flash_news_ua) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us