গির্জায় আত্মঘাতী বিস্ফোরণ: রক্তে ভাসল প্রার্থনার মঞ্চ, নিহতের সংখ্যা বাড়ছে

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
syria suicide blast

নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে অবস্থিত ডুয়েলা এলাকায় রবিবার ভয়াবহ এক আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৯ জন মানুষের। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মার এলিয়াস চার্চে প্রার্থনারত অবস্থায় ওই আত্মঘাতী জঙ্গি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' দাবি করেছে, হতাহতের সংখ্যা ৩০-এরও বেশি হতে পারে। তবে তারা নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

dead

স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। বিস্ফোরণের সময় গির্জার ভেতরে প্রার্থনায় অংশ নিচ্ছিলেন বহু মানুষ। আচমকা এই বিস্ফোরণে চার্চ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও রক্তগঙ্গা।

এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। উদ্ধারকাজে অংশ নিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা।