/anm-bengali/media/media_files/2025/07/03/screenshot-2025-07-03pm-2025-07-03-23-31-49.png)
নিজস্ব সংবাদদাতা: গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন মারা যান একটি স্কুলে চালানো হামলায়, যেখানে যুদ্ধবিধ্বস্ত বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন।
প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলাকে আরও একটি মর্মান্তিক পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটিতে নারী ও শিশুদের অবস্থান ছিল এবং আশ্রয় নেওয়া মানুষদের অধিকাংশই পূর্ববর্তী সংঘর্ষে ঘরবাড়ি হারিয়েছেন।
ইসরায়েলি বাহিনী এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক মহলে এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে ইতিমধ্যেই গাজায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে।
Gaza's civil defence agency said Israeli forces killed at least 25 people on Thursday, including 12 in a strike on a school sheltering Palestinians displaced by the war nearing its 22nd month. https://t.co/yI7XzdqSIxpic.twitter.com/3nNdpEfKZ0
— AFP News Agency (@AFP) July 3, 2025