/anm-bengali/media/media_files/2025/06/26/screenshot-2025-06-26-pm-2025-06-26-23-16-25.png)
নিজস্ব সংবাদদাতা: কেনিয়া জুড়ে গতকাল হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, এই প্রাণহানির ঘটনাগুলি রাজধানী নাইরোবি সহ বিভিন্ন শহরে ঘটেছে। বিক্ষোভের পরদিন আজ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং বাড়িঘর পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। যানবাহন পুড়িয়ে দেওয়া এবং দোকানে ভাঙচুরের ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
/anm-bengali/media/post_attachments/11511e67-40f.png)
অ্যামনেস্টির মতে, অধিকাংশ মৃত্যুই নিরাপত্তা বাহিনীর গুলিচালনার কারণে ঘটেছে। যদিও সরকারিভাবে এখনো মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়নি। বিক্ষোভকারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিতর্কিত করনীতি বাতিলের দাবি জানিয়ে রাস্তায় নামেন। পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
At least 16 people died in the previous day's protests across Kenya, Amnesty International said on Thursday, as businesses and residents were left to clean up the devastation in the capital and beyond. https://t.co/8KPuWFtStzpic.twitter.com/Fg08hkxdsh
— AFP News Agency (@AFP) June 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us