মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল! ভারত থেকে পৌঁছাল ত্রাণ

মায়নামারে ভূমিকম্পে কমপক্ষে ১০০২ জন নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
a76803c0-0bc5-11f0-ac9f-c37d6fd89579

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ১,০০০ বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে  জানা গিয়েছে। ভূমিকম্পে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানামারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। মায়নামারের সর্বশেষ খবর অনুযায় ভূমিকম্পে মায়ানমারে ১,০০২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন  ২,৩৭৬ জন।

Myanmar-declares-state-of-emergency-after-7-7-magnitude-earthquake-4z9q8tdb-ezgif.com-avif-to-jpg-converter

ভূমিকম্পের জেরে থাইল্যান্ডের একটি আকাশচুম্বী নির্মিয়মাণ বহুতল ধসে পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রায় ১০০ জন শ্রমিক নিখোঁজ বলে জানা গিয়েছে। শ্রমিকদের পরিবার উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। ইতিমধ্যে উদ্ধারকর্মীরা ছয় জনের মৃতদেহ উদ্ধার করেছে। মায়ানমারের জুন্তা সরকার সাহায্যের জন্য় বিশ্বের কাছে আবেদন করেছে। ইতিমধ্যে ভারত ও চীন সাহায্য করেছে।