/anm-bengali/media/media_files/2025/08/16/car-accident-2025-08-16-12-20-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের দিন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নরসারাম জাজরা। ঘটনাটি ঘটেছে জয়পুরে। পুলিশ জানিয়েছে, সাইকেলে চড়ে তিনি চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার পর জাজরা গাড়ির সামনের বাঁদিকের চাকার নিচে আটকে যান এবং প্রায় ১০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ভয়াবহ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
গাড়িটি দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
জয়পুরে এর আগেও একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই নয়িমাতা মন্দিরের কাছে একটি ট্রাকের ধাক্কায় এক ১৫ বছরের কিশোর সাফান বাইগ মারা যায়। ওই দুর্ঘটনায় তাঁর এক আত্মীয় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
এ বছরের এপ্রিল মাসে জয়পুরেই আরও একটি ভয়ংকর দুর্ঘটনা ঘটে। এক এসইউভি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা প্রায় ৯ জন পথচারীর উপর উঠে যায়। ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হয় এবং ৬ জন গুরুতরভাবে আহত হন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, গাড়িটি পথচারী, পার্ক করা যানবাহন এবং দুই চাকার গাড়ি— সবকিছুতে ধাক্কা মেরে এগোচ্ছিল। পরে জানা যায়, গাড়িচালক উসমান খান মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিবাদ হয়। বিজেপি অভিযোগ করে, উসমান নাকি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে কংগ্রেস তাঁকে বহিষ্কার করে বলে জানা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us