Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/EeZkJOjnjNx1KZu371yf.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র দলের হামলায় সাত সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
স্থানীয় রক্ষক গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি বলেন, 'রাজ্যের মারু স্থানীয় সরকার এলাকার দুর্গম ড্যান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছে এবং এই ভয়াবহ হামলা থেকে সম্প্রদায়কে সহায়তা করতে যাওয়ার পথে সাত জন সেনা সদস্যের ওপর হামলা চালানো হয়েছে।'
প্রসঙ্গত, গত তিন বছরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হাজার হাজার মানুষকে অপহরণ, শত শত লোককে হত্যা করেছে সশস্ত্র ব্যক্তিরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us