“ভারতে নয়, আমেরিকায় বানাও”—টিম কুককে সাফ বার্তা ট্রাম্পের! অ্যাপলের উৎপাদন ঘিরে নতুন বিতর্ক

ভারতে আইফোন তৈরির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ডেকে পাঠালেন অ্যাপল CEO টিম কুককে। চাইছেন, অ্যাপলের উৎপাদন হোক শুধুই আমেরিকায়।

author-image
Debapriya Sarkar
New Update
Tim

নিজস্ব সংবাদদাতা : অ্যাপলের CEO টিম কুককে হোয়াইট হাউসে ডেকে পাঠালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আসেনি, তবে অনুমান করা যাচ্ছে—অ্যাপলের ভারতমুখী উৎপাদনই এর মূল কারণ।

Trump

উল্লেখ্য, গত সপ্তাহেই একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “টিম কুককে বলেছি, আমি শুনছি, আপনি সারা ভারতে কারখানা বানাচ্ছেন। এটা আমি চাই না।” ট্রাম্পের অভিযোগ, অ্যাপল এখন ভারতে বিপুল পরিমাণে উৎপাদন শুরু করেছে, যা আমেরিকার শিল্পক্ষেত্রের জন্য হুমকির। 

applelogo

মূলত চিন থেকে উৎপাদন সরিয়ে ভারতে আইফোন বানানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এতে আমেরিকায় বিক্রি হওয়া ফোনগুলির উপর উচ্চ শুল্ক এড়ানো যাবে। আর এই সিদ্ধান্তেই চটেছেন ট্রাম্প। তাঁর সাফ কথা, “ভারতে নয়, আমেরিকাতেই উৎপাদনে জোর দাও।”