/anm-bengali/media/media_files/2025/02/05/HoZojte7jjmInJQsf428.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে মঙ্গলবার সন্ধ্যায় উত্তাল হয়ে উঠল বিক্ষোভ—কারণ ভেতরে চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন নৈশভোজ। বাইরে সেই সময় জমায়েত হয়েছিল বহু বিক্ষোভকারী, যারা নেতানিয়াহুর আমেরিকা সফরের তীব্র বিরোধিতা করেন।
বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই পরেছিলেন ফিলিস্তিনি কেফিয়েহ এবং হাতে ছিল ফিলিস্তিনি পতাকা। নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে তারা একের পর এক স্লোগানে গর্জে ওঠেন—“স্টপ আর্মিং ইসরায়েল”, “নো টু জেনোসাইড”, এবং “যুদ্ধাপরাধী নেতানিয়াহু, জনগণের ঘরে তোমার ঠাঁই নেই”—এমন নানা বার্তা লেখা প্ল্যাকার্ড তাদের হাতে দেখা যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/white-house-protest-2025-07-08-20-21-36.jpg)
বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে “গণহত্যাকারী” বলে আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইতিমধ্যেই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—বিক্ষোভকারীরা সেই প্রসঙ্গ তুলে আরও ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার সময়কার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তা শেয়ার করে আমেরিকার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us