এবার ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ আয়ে নজর পড়েছে আমেরিকার !

নতুন চুক্তিতে কি বলেছে আমেরিকা ?

author-image
Debjit Biswas
New Update
Zelensky

নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ আয়ে নজর পড়েছে আমেরিকার। এই বিষয়কে কেন্দ্র করেই সম্প্রতি ইউক্রেনের সাথে সাবসয়েল চুক্তির শর্ত আরও কঠোর করল মার্কিন যুক্তরাষ্ট্র।

Zelensky

নতুন নিয়মে, ইউক্রেনকে তাদের প্রাকৃতিক সম্পদ আয়ের অর্ধেক অংশ, একটি মার্কিন সরকার নিয়ন্ত্রিত বিনিয়োগ তহবিলে হস্তান্তর করতে হবে। যদিও এই তহবিলের লাভ নানান ইউক্রেনীয় প্রকল্পে পুনঃবিনিয়োগ করা হবে। এছাড়াও, ইউক্রেনকে ঋণ সহায়তার অংশও ফেরত দিতে বলা হয়েছে।