BREAKING: চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আমেরিকার ! অভিযোগ খারিজ করলো চীন

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
hacking.webp

নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের দুই নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে, তীব্র প্রতিক্রিয়া জানালো চীন। গতকাল বেজিং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে দাবি করেছে। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন,''আমরা এই গুপ্তচরবৃত্তি অভিযোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে আপত্তি জানিয়েছি। প্রয়োজনে আমরা আমাদের নাগরিকদের বৈধ অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” আসলে সম্প্রতি সম্প্রতি মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ইউয়ান্স চেন এবং লিরেন “রায়ান” লাই নামে দুই ব্যক্তি, চীনের স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়ের (MSS) হয়ে কাজ করেছেন। অভিযোগ অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্রের নৌঘাঁটির ওপর নজরদারি চালাতেন এবং সেখানকার কর্মীদের চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য নিয়োগের চেষ্টা চালাতেন।

donald trump