/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক অভিবাসী বন্দিশিবির উদ্বোধন করে ফের বিতর্কে জড়ালেন। ফ্লোরিডায় নির্মিত এই কেন্দ্রটি তিনি মজা করে আখ্যা দেন "অ্যালিগেটর আলকাট্রাজ" নামে, যেখানে আশপাশে কুমির থাকায় পালাতে চাইলে বন্দিদের "দৌড়ানো শিখে বাঁচতে" হবে বলে মন্তব্য করেন তিনি।
/anm-bengali/media/post_attachments/d5aed98e-cff.png)
ট্রাম্পের এই মন্তব্যকে মানবাধিকার সংস্থাগুলি অমানবিক ও সংবেদনশীলতাবর্জিত বলে সমালোচনা করেছে। যদিও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল একে নিছক রসিকতা বলে দাবি করেছে। এই কেন্দ্রটি মূলত অবৈধ অভিবাসীদের আটক রাখার জন্য তৈরি হয়েছে, এবং এর অবস্থান কুমিরে পরিপূর্ণ জলাভূমির কাছে — যা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
US President Donald Trump reveled in a new Florida migrant detention center dubbed "Alligator Alcatraz", joking that any escapees would be taught to run away from the reptiles to avoid being eaten.https://t.co/qYZcF34JHbpic.twitter.com/6pOnmb1veh
— AFP News Agency (@AFP) July 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us