/anm-bengali/media/media_files/2025/10/02/screenshot-2025-10-02-am-2025-10-02-01-46-17.png)
নিজস্ব সংবাদদাতা: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে কংগ্রেসে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সরকারকে বন্ধ করে দিয়েছে। হাউস রিপাবলিকানরা একটি নিরপেক্ষ ও পরিচ্ছন্ন বিল পাস করেছিল, যাতে নভেম্বর ২১ তারিখ পর্যন্ত বর্তমান সরকারি তহবিল বাড়ানো হয়। কিন্তু প্রায় সব ডেমোক্র্যাট সেনেটরই সেই বিলের বিপক্ষে ভোট দিয়েছে।”
লেভিট দাবি করেন, এই বিলটি ছয় মাস আগেই (মার্চ মাসে) ডেমোক্র্যাটরা অনুমোদন করেছিল, কেবল মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কিছু পরিবর্তন করা হয়েছিল। বাইডেন প্রশাসনের সময়ে ডেমোক্র্যাটরা অন্তত ১৩ বার এ ধরনের "ক্লিন ফান্ডিং বিল" পাস করেছিল।
তিনি বলেন, “আজ সকালে আমেরিকানরা জেগে স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছে— কেন সরকার বন্ধ? উত্তরটা হলো, নিছক রাজনৈতিক খেলা। ডেমোক্র্যাটরা সরকার বন্ধ করেছে কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা করদাতাদের অর্থ দিয়ে অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে রাজি নয়।”
যুক্তরাষ্ট্রের ঋণের প্রসঙ্গ টেনে লেভিট বলেন, “আমেরিকার ঋণ এখন ৩৭ ট্রিলিয়ন ডলার। আমরা সেই পরিস্থিতিতে নেই যে আইন ভেঙে দেশে ঢোকা অবৈধ অভিবাসীদের জন্য করদাতাদের টাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করব।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us