ট্রাম্পকে খুনের হুমকি! ভিডিও বার্তায় কাঁপিয়ে দিল আল-কায়েদা নেতা!

আল কায়দার একটি শাখা সংগঠন একটি ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টাদের হত্যার আহ্বান জানিয়েছে ইয়েমেনভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (AQAP)-এর নতুন প্রধান সাদ বিন আতেফ আল-আউলাকি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এক ৩৪ মিনিটের প্রোপাগান্ডা ভিডিওতে এই হুমকি দেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ভিডিওটির নাম রাখা হয়েছে “ইনসাইটিং দ্য বিলিভারস” বা "বিশ্বাসীদের উসকে দাও"। এতে আল-আউলাকি গাজায় চলমান যুদ্ধের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রতি আহ্বান জানান।

al qaeda

ভিডিওতে আল-আউলাকি বলেন, “অবিশ্বাসী আমেরিকানদের হত্যা করতে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। সরাসরি এগিয়ে যাও।” তিনি নাম করে যাঁদের হত্যার আহ্বান জানিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আল-কায়দার হত্যার তালিকায় এলন মাস্কের নাম রয়েছে বলে জানা গিয়েছে।