New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কিয়েভ আন্তর্জাতিক সামরিক একাডেমির তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
বৃহস্পতিবার ভোরে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় প্রতিরক্ষা ইউনিটগুলিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।
⚡️ Air defense is working in Kyiv, according to Kyiv International Military Academy. pic.twitter.com/QW9G4Cp9nD
— BLYSKAVKA (@blyskavka_ua) July 3, 2025