/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ফ্লোরিডার পেমব্রোক পাইন্সে একটি ছোট বিমান ভেঙে পড়ার এক নাটকীয় ঘটনা ঘটেছে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, প্লেনটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে, একটি আবাসিক এলাকায় ক্র্যাশ করে যায়,আর ঠিক তখনই স্থানীয় বাসিন্দারা নিজেদের জীবন বাজি রেখেও ছুটে যান আহত যাত্রীদের বাঁচাতে। সূত্র মারফত আরও জানা যায়,ওই বিমানটি টার্কস অ্যান্ড কাইকোস থেকে নিজের যাত্রা শুরু করেছিল। কিন্তু নর্থ পেরি এয়ারপোর্ট-এ নামার আগেই ওই বিমানটি একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। সেইসময় ওই বিমানে একজন পাইলট এবং দুই শিশুসহ আরও মোট তিনজন যাত্রী উপস্থিত ছিলেন। ভাগ্যক্রমে বিমানটি ভেঙে পড়ার পরেও তাতে আগুন লেগে যায়নি, যারফলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ছুটে যান এবং সামান্য আহত অবস্থায় সবাইকে প্লেন থেকে বের করে আনেন। আপাতত আহতদের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁরা স্থিতিশীল অবস্থায় আছেন। দেখুন ভিডিও :
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/27/1000133587.jpg)
WATCH: Video shows moment plane crashed in Pembroke Pines, Fla. neighborhood, Good Samaritans help rescue 4 occupantspic.twitter.com/lSDzJXMt4C
— Breaking911 (@Breaking911) July 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us