ভয়াবহ শাটডাউন ঘনিয়ে আসছে, কিন্তু ট্রাম্প বলছেন—এতেই মিলবে সুবিধা!

আমেরিকা সরকারের ভয়াবহ শাটডাউনে নিজের রাজনৈতিক ফায়দা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
trump

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন সরকারী শাটডাউনকে হুমকি হিসেবে না দেখে বরং এটিকে নিজের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার এক ধরনের সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “শাটডাউন থেকে অনেক ভালো কিছু বের হতে পারে। এতে আমরা এমন অনেক কিছু সরিয়ে ফেলতে পারব, যেগুলো আমরা চাই না। আর সেগুলো হবে ডেমোক্র্যাটদের বিষয়।”

donald trump

যদিও তিনি স্বীকার করেছেন যে, “আমরা সবচেয়ে কম যা চাই, তা হলো সরকার বন্ধ হয়ে যাক,” তবুও ট্রাম্পের মতে এই বাজেট অচলাবস্থা তার রাজনৈতিক লড়াইয়ে কাজে লাগতে পারে।

তিনি ডেমোক্র্যাটদের কঠোরভাবে সমালোচনা করে বলেন, “ওরা চায় সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া হোক। ওরা চায় পুরুষরা নারীদের খেলাধুলায় অংশ নিক। এসব বিষয় আমরা চাই না।”

এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠছে, আসন্ন ফেডারেল শাটডাউন শুধু প্রশাসনিক সংকটই নয়, বরং রাজনৈতিক লড়াইয়ের অস্ত্র হিসেবেও ব্যবহার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।