New Update
/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার আফগানিস্তানে আঘাত হানল এক মাঝারি মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল এবং ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে, এই মাত্রার ভূমিকম্পে সাধারণত সীমিত অঞ্চলে কম্পন অনুভূত হয়। উল্লেখ্য আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায়, এখানে নিয়মিত ছোট থেকে মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/utj0FOHpNlTiytvanRKu.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us