সকাল সকাল হামলা চালালো আমেরিকা ! দেখুন বড় খবর

কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : অবৈধ মাদক পরিবহনের সন্দেহে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র আজ আরও একটি নৌযানে হামলা চালিয়েছে,আজ সকালে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে।

আজ এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,''আজ সকালে, আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী SOUTHCOM-এর দায়িত্বাধীন এলাকায় চিহ্নিত, অত্যন্ত হিংস্র একটি মাদক পাচারকারী চক্র এবং মাদক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দ্বিতীয় কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করেছে।"

donald trump

ট্রাম্পের দাবি, এই অবৈধ মাদক, যা তিনি "আমেরিকানদের বিষাক্ত করে তোলার একটি মারাত্মক অস্ত্র" বলে অভিহিত করেছেন, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই যাচ্ছিল।

উল্লেখ্য, গত মাসেও মার্কিন সামরিক বাহিনী এরকমই একটি নৌযানে হামলা চালিয়েছিল। সেই হামলায় ভেনেজুয়েলার 'ট্রেন ডি আরাগিয়া' নামক গ্যাং-এর ১১ জন সদস্য নিহত হয়েছিল। এই নতুন হামলাটি এমন এক সময়ে ঘটল যখন ক্যারিবিয়ান অঞ্চলে এক তীব্র উত্তেজনা ক্রমশ বাড়ছে, কারণ মার্কিন নৌবাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে অনেকেই মনে করছে যে, ওয়াশিংটন কারাকাসে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।