রুশ হামলায় কোস্ত্যান্তিনিভকায় নিহত ২, আহত ১২

রুশ হামলায় ইউক্রেনের কোস্ত্যান্তিনিভকায় নিহত ২, আহত ১২: জানাল রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-24 10.16.56 PM

নিজস্ব সংবাদদাতা: রুশ সেনাবাহিনী ইউক্রেনের কোস্ত্যান্তিনিভকা শহরে বিমান বোমা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে জানিয়েছে রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন (RMA)। এই হামলায় দুই নারী নিহত এবং অন্তত ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

RMA-র প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ফলে অন্তত ১০টি অ্যাপার্টমেন্ট ভবন, ২১টি ব্যক্তিগত বাড়ি, একটি প্রশাসনিক ভবন, দুটি দোকান, একটি ক্যাফে এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং উদ্ধার কার্যক্রম এখনও চলছে। শহরে চরম আতঙ্ক ও ধ্বংসের চিত্র দেখা গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই হামলাকে বেসামরিক অবকাঠামোর ওপর পরিকল্পিত বর্বর আঘাত হিসেবে বর্ণনা করেছে।