ইউক্রেনীয় সেনাকে হামলা ও ডাকাতির অভিযোগে ২ জন আটক ! ১৫ বছরের জেল

কি সাজা হতে পারে ?

author-image
Debjit Biswas
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা : এক ইউক্রেনীয় সৈনিকের ওপর হামলা ও ডাকাতির অভিযোগে কিয়েভে সম্প্রতি দু'জন ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ হামলাকারীরা ছুরি (knife) এবং স্ক্রু-ড্রাইভার (screwdriver) ব্যবহার করে ওই সেনার ওপর আক্রমণ চালায়। এরপর হামলাকারীরা তাঁর কাছ থেকে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত দু'জনকেই হেফাজতে নিয়েছে। এই গুরুতর অপরাধের জন্য তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Ukraine

পুলিশের দাবি,যুদ্ধের পরিস্থিতিতে যে সেনারা দেশের জন্য লড়াই করেছেন, তাদের উপর এমন আক্রমণ সত্যিই দুঃখজনক।